Logo

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ সহ মিয়ানমারের ২ নাগরিক আটক

profile picture
জনবাণী ডেস্ক
১ জুন, ২০২৪, ০৪:০২
টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ সহ মিয়ানমারের ২ নাগরিক আটক
ছবি: সংগৃহীত

এসময় তাদের হাতে থাকা একটি ব্যাগ থেকে ৩ কেজি ১০০ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়

বিজ্ঞাপন

কক্সবাজারের টেকনাফে ৩ কেজি ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) সহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৩১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, মিয়ানমারের মংডু মুন্নিপাড়ার বাসিন্দা ইমান হোসেনের ছেলে মো. আলম (১৯), নুর মোহাম্মদের ছেলে মো. আয়াছ (২১)।

লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বৃহস্পতিবার (৩১ মে) মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে। ওই তথ্যে টেকনাফ ব্যাটালিয়নের একটি চোরাচালান প্রতিরোধ টহলদল মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালীপাড়া নামক স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশী অভিযান শুরু করেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সন্ধ্যায় শাহপরীরদ্বীপ হতে হাজমপাড়াগামী একটি সিএনজি চেকপোস্টের কাছে আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরে ওই সিএনজিটি তল্লাশীকালীন সিএনজির পেছনে দুইজন যাত্রীর আচরণ সন্দেহজনক হলে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী ও জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তাদের হাতে থাকা একটি ব্যাগ থেকে ৩ কেজি ১০০ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

এমএল/ 

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD