নোয়াখালীতে কোটি টাকা নিয়ে উধাও মসজিদের ইমাম

সোমবার (২৭ মে) রাতে তিনি উধাও হয়েছে বলে জানান স্থানীয় লোকজন
বিজ্ঞাপন
নোয়াখালী কবিরহাট উপজেলার কবিরহাট বাজারে অবস্থিত বাইতুল আমান জামে মসজিদের ইমাম ইমরান হোসেন রিশাদ প্রায় ১ কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হক মার্কেটের সীমু গার্মেন্টস এর মালিক ইমরান হোসেন রিসাদ ব্যবসার খাতিরে বিভিন্ন এনজিও মানুষের কাছে থেকে ধার ও সুদের উপর প্রায় ১ কোটি টাকা নেন তিনি। হঠাৎ সোমবার (২৭ মে) রাতে তিনি উধাও হয়েছে বলে জানান স্থানীয় লোকজন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এই বিষয়ে একাধিক ভুক্তভোগী বলেন ইমরান একজন ইমাম (হুজুর) মানুষ, তাকে আমরা বিশ্বাস করে টাকা দিয়েছি সে যে টাকা নিয়ে চলে যাবে আমরা তা ভাবতেও পারিনি।
ভুক্তভোগীরা আরও বলেন ইমরান পালিয়ে যাওয়ার পর টাকার জন্য আমরা ইমরানের বাবার কাছে গেলে তিনি টাকা দিতে অস্বীকার করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এই বিষয় ইমরানের মা বলেন, আমার ছেলে ব্যবসায় লস খেয়ে তাছাড়া সুদের উপর যেসব টাকা নিয়েছে তাদের টাকা না দিতে পেরে লজ্জায় নিখোঁজ হয়েছে। কোথায় আছে কেমন আছে বেঁচে আছে নাকি মরে গেছে তাও আমরা জানি না বলে জানান তিনি।
এমএল/