Logo

চিনি চোরাচালানে ছাত্রলীগ নেতার সম্পৃক্ততার অভিযোগ তদন্তে কমিটি গঠন

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুন, ২০২৪, ০৬:৪৬
43Shares
চিনি চোরাচালানে ছাত্রলীগ নেতার সম্পৃক্ততার অভিযোগ তদন্তে কমিটি গঠন
ছবি: সংগৃহীত

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্রলীগের অফিশিয়াল পেজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতিসহ একাধিক নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

বুধবার (২৬ জুন) বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্রলীগের অফিশিয়াল পেজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তদন্ত কমিটিতে রয়েছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির দুই যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসাইন আহমেদ সোহান ও কাজল দাস। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে সরেজমিনে তদন্ত সাপেক্ষে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ  বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, সম্প্রতি ভারত থেকে চোরাচালানের মাধ্যমে চিনি এনে দেশে বিক্রি চক্রে জড়িত থাকার অভিযোগ ওঠে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও তার স্বজন নাজমুল হীরার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই বিষয়ে অনুসন্ধানে উঠে আসে, হীরা নিজেও ছাত্রলীগের কমিটিতে ছিলেন। সুমন-হীরা একা নন, তাদের অনুসারীরাও এই কর্মকাণ্ডে জড়িয়েছেন। এ বিষয়ে হোয়াটসঅ্যাপে কথোপকথনের স্ক্রিনশটও ফাঁস হয়।

সম্প্রতি চোরাচালানের চিনিসহ একটি ট্রাক আটক করে পুলিশ। ট্রাকটি সুমন ও হীরার ঘনিষ্ঠ একজন আনেন বলে খবর চাউর হয়। অথচ মামলার আসামি করা হয় ছাত্রলীগের অন্য এক নেতাকে। আর ওই নেতার দাবি, চোরাই চিনি বোঝাই ট্রাক ধরিয়ে দিতে তিনি পুলিশকে সহযোগিতা করেছেন।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD