Logo

লালমনিরহাটে ২২৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুলাই, ২০২৪, ২১:১৮
64Shares
লালমনিরহাটে ২২৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১
ছবি: সংগৃহীত

মাদক ব্যবসায়ী বহুদিন যাবৎ লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল

বিজ্ঞাপন

লালমনিরহাটের হাতিবান্ধা থেকে  ২২৮ বোতল ফেন্সিডিলসহ  ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

বুধবার (১০ জুলাই) দিবাগত রাত ১টার সময় লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিণ পারুলিয়া গ্রামের আটককৃত আসামীর নিজ বসত বাড়ির মধ্য হতে ২২৮ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত একজন মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উক্ত মাদক ব্যবসায়ী বহুদিন যাবৎ লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সূত্রের ভিত্তিতে তার উপর সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে র‌্যাব-১৩, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীকে সনাক্ত করতে সক্ষম হয় এবং মাদক ব্যাবসায়ী হাতিবান্ধা থানার দক্ষিণ পারুলিয়ার মো. ফরিদুল ইসলাম (২৪), পিতা মো. আব্দুস সাত্তার জেলা-লালমনিরহাট’কে আটক করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ সে লালমনিরহাট এবং পাশের জেলাগুলোতে অবৈধ মাদক ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে লালমনিরহাট জেলার, হাতিবান্ধা থানায় হস্তান্তর করেছেরেছে র‍্যাব।

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD