Logo

কুড়িগ্রামের রাজারহাটে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জুলাই, ২০২৪, ২৩:০২
77Shares
কুড়িগ্রামের রাজারহাটে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা বাতিলের দাবিতে রাজারহাটে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপর রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক দক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বর গিয়ে শেষ হয়। মিছিলে সাধারণ শিক্ষার্থীরা স্লোগান দেন,‘আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না,কোটা না মেধা’? মেধা মেধাসহ বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে দুপুর ১২টায় শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেন। 

বিজ্ঞাপন

আন্দোলনে আসা শিক্ষার্থীরা বলেন,গতকাল সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ এবং ছাত্রলীগ অন্যায়ভাবে হামলা করে। আমরা তার প্রতিবাদ জানাতেই এই মিছিলে এসেছি। এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের। আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থামাবো না। শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী আমরা,আজকের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছি। আগামী দিনেও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে বলে সাধারণ শিক্ষাথীরা ঘোষণা দেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD