Logo

গাইবান্ধায় আমীর হামযার তাফসিরে লাখো মানুষের ঢল

profile picture
জনবাণী ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৫৪
47Shares
গাইবান্ধায় আমীর হামযার তাফসিরে লাখো মানুষের ঢল
ছবি: সংগৃহীত

মাহফিলে একজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে

বিজ্ঞাপন

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় মুফতি মাওলানা আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিলে লাখো মানুষের ঢল। মাহফিলে একজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

জানাযায়, শুক্রবার (৩০ আগষ্ট) শুক্রবার পলাশবাড়ী আদর্শ এতিম খানার আয়োজনে ঐতিহ্যবাহী পলাশবাড়ী এস এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল করিম।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাওসার মো. নজরুল ইসলাম লেবু মাওলানা। 

বিজ্ঞাপন

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ গোলাম মোস্তফা, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মাষ্টারসহ জামায়াত ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

বিজ্ঞাপন

কোরআন মাহফিলকে ঘিরে আয়োজক কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রচার প্রচারণা করা হয়। মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন মুফতি মাওলানা আমির হামযা।

বিজ্ঞাপন

শুক্রবার জুম্মা নামাজ শেষে দুর দুরান্ত থেকে মাহফিল স্থলে আসতে শুরু করেন ধর্মপ্রাণ মুসুল্লিরা। বাদ এশা কানায় কানায় পুর্ন হয় গোটা এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ময়দান। এমনকি গাছের উপরে,বাড়ির ছাদে,রাস্তাঘাটে,বসে  তাফসির শুনতে দেখা যায় ধর্মপ্রাণ মুসুল্লীদের ।

বিজ্ঞাপন

রাত সারে ৮ টায় শুরু হয় তাফসির শেষ হয় রাত সারে ১০ টায়। এসময় একজন হিন্দু তার নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্ত হয়।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD