Logo

আদালতের খাস কামরা থেকে বিচারকের আইফোন চুরি

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
১২ অক্টোবর, ২০২৫, ২০:৫১
12Shares
আদালতের খাস কামরা থেকে বিচারকের আইফোন চুরি
ছবি: সংগৃহীত

কক্সবাজারে এক অভূতপূর্ব নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস কামরা (চেম্বার) থেকে তার আইফোনসহ দুটি মোবাইল ফোন, মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ সরকারি নথি চুরি হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে আদালত পরিচালনার সময় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, বিচারক আদালতে অবস্থানকালীন সময়ে খাস কামরায় রাখা ব্যাগ থেকে অজ্ঞাত ব্যক্তিরা দুটি মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। চুরি হওয়া ফোনগুলোর মধ্যে একটি আইফোন ১৪ ও অন্যটি ভিভো ১২ মডেলের। এগুলোর বাজারমূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

মানিব্যাগে থাকা বিচারকের এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিও চুরি গেছে।

আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বলেন, “বিচারক নিয়মিতভাবে আদালত চলাকালে মোবাইল ও মানিব্যাগ খাস কামরায় রাখেন। রবিবারও একইভাবে রাখার পর অজ্ঞাত কেউ দরজা খুলে মূল্যবান জিনিসগুলো নিয়ে যায়। এটি আদালতের নিরাপত্তা ব্যবস্থার জন্য উদ্বেগজনক ঘটনা।”

বিজ্ঞাপন

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুখ হোসেন জানান, মামলাটি তদন্তাধীন এবং চুরি হওয়া মোবাইল ও নথি উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশের একাধিক দল ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

এই ঘটনায় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD