খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন যাত্রীর মৃত্যু হয়েছে এবং অধিকাংশ যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে পাহাড়ি আঁকাবাঁকা পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার শব্দে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আরও পড়ুন: শেরপুরে পাঁচ দফা দাবিতে মানববন্ধন
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে দুজনই পুরুষ একজন পাহাড়ি এবং একজন বাঙালি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিজ্ঞাপন
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তোফিক জানান, “বাসটি অতিরিক্ত গতিতে চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।”
স্থানীয়রা এ দুর্ঘটনার জন্য সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা, চালকের অসাবধানতা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোকে দায়ী করেছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।