খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শিবচরে দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মাদারীপুরের শিবচরে দোয়া মাহফিল ও অসহায়-সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলা সদরের ৭১ চত্বর, কলেজ মোড়, পুরাতন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শতাধিক অসহায়, পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে রান্না করা খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
দলীয় নেতারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তিনি আজ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং আল্লাহর কাছে তার জন্য দোয়া করছি।”
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির নেতারা জানান, “বিএনপি নেত্রী অসুস্থ থাকলেও তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা জনগণের পাশে আছি। মানবিক কাজের ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।”