লালমনিরহাট সীমান্তে ভারতীয় গাঁজা জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজ্ঞাপন
সোমবার (১৭ নভেম্বর) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার পশ্চিম রামখান সীমান্তে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির দেয়া তথ্য মতে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনন্তপুর বিওপির একটি বিশেষ টহলদল ১৭নভেম্বর সোমবার রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে পশ্চিম রামখান এলাকায় অভিযানে নামে। টহল দল সন্দেহজনক কয়েকজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করলে তাদের চ্যালেঞ্জ করে। এসময় মাদক চোরাকারবারীরা সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৪১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ২৫০ টাকা।
১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে কাজ করছে। তিনি বলেন, “যুবসমাজকে রক্ষায় মাদকবিরোধী অভিযানে বিজিবি সবসময় প্রস্তুত। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।”
বিজ্ঞাপন
তিনি আরও জানান, অভিযুক্ত চোরাকারবারীদের পরিচয় শনাক্তে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পাশাপাশি তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান এবং তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দেন।








