মির্জাপুরে ৩ বছরের শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে ৩ বছরের শিশু ধর্ষণ মামলায় র্যাইয়ান নামের ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে র্যাব-১৪,সিপিসি-৩ টাঙ্গাইল।
বিজ্ঞাপন
রবিবার (১৬ নভেম্বর) বিকেলে র্যাব-৪,সিপিসি-১,পাইকপাড়া, মিরপুর,ঢাকা ক্যাম্পের সহযোগিতায় ঢাকার ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদী এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক র্যাইয়ানকে গ্রেফতার করেন।
র্যাব পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য গ্রেফতারকৃতকে মির্জাপুর থানার মামলা তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করেন। উল্লেখ্য,গত ২০ অক্টোবর বিকেলে মির্জাপুর উপজেলার র্যাইয়ান নামের ১৫ বছর বয়সী এক কিশোর তার প্রতিবেশী ৩ বছরের শিশুকে ধর্ষণ করেন।
বিজ্ঞাপন
শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে ধর্ষক র্যাইয়ান পালিয়ে যায়।শিশুটিকে প্রথমে উপজেলার কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেয়া হয় এবং পরবর্তীতে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
ভুক্তভোগী শিশুটির মায়ের অভিযোগ ধর্ষক র্যাইয়ানের মামা মামুন ক্যান্টনমেন্টে চাকুরি করেন সেই প্রভাব খাটিয়ে তার মেয়ের ডাক্তারি পরীক্ষার সকল রিপোর্ট তারা জোর করে নিয়ে যায়।গত রমজান মাসে তারাবি নামাজের সময় স্হানীয় একটি মসজিদের ছাদে নিয়ে এক ছেলেকে বলৎকারের অভিযোগও রয়েছে র্যাইয়ানের বিরুদ্ধে।গত ৮ নভেম্বর শনিবার সরেজমিনে গিয়ে এমন অভিযোগ পাওয়া যায় স্হানীয় বেশ কয়েকজন যুবকের নিকট থেকে।
বিজ্ঞাপন
গত ৮ নভেম্বর ধর্ষকের মা লাভলী বেগমের সঙ্গে কথা হলে তিনি জানান,শিশুটির চিকিৎসা আমরা সাথে থেকেই করিয়েছি সেই সুবাদে ডাক্তারি পরীক্ষার রিপোর্টগুলো আমাদের নিকটই রয়েছে।ধর্ষণের এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গত ১১ নভেম্বর র্যাইয়ানকে প্রধান করে,র্যাইয়ানের মা লাভলী বেগম ও ফোপা নূরুল ইসলাম সহ ৩ জনের নাম উল্লেখপূর্বক মির্জাপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিন্টু ঘোষ বলেন,আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে।








