Logo

পুলিশের চোখের সামনেই নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, এসআই ক্লোজড

profile picture
জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ
১৮ নভেম্বর, ২০২৫, ১৮:৫৪
19Shares
পুলিশের চোখের সামনেই নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, এসআই ক্লোজড
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে প্রকাশ্যে মিছিল বের হওয়ার ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানকে ক্লোজড করা হয়েছে। একই সঙ্গে মিছিলে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায়।

স্থানীয়দের দাবি—সকালেই হঠাৎ মিছিল বের হয় এবং তা পুলিশের উপস্থিতিতেই সম্পন্ন হয়। নেতৃত্বে ছিলেন সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু। মিছিলে অংশ নেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, খবর পাওয়ার সাথে সাথেই আইন–শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দ্রুত সটকে পড়ে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

তারা হলেন—মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন দেওয়ান (৫৪), সোহেল শেখ (৩৫) ও মন্টু ভুঁইয়া (৩০)।

বিজ্ঞাপন

পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, মিছিলকারীদের আটক করতে না পারায় কর্তব্যে গাফিলতির অভিযোগে এসআই কামরুজ্জামানকে ক্লোজড করা হয়েছে এবং তাকে মুন্সীগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD