গাজীপুরের ৩ কলোনি আগুনে পুড়ে ছাই

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা দিঘীরপাড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মজনু, মাহাউদ্দিন ও সোহেল রানার তিনটি কলোনিতে আগুন লাগায় ৭৪টি কক্ষের ভেতরের আসবাবপত্র, ফ্রিজ, টিভি, ফ্যান, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
বিজ্ঞাপন
জানা যায়, সোমবার (১ ডিসেম্বর) পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে এলাকাবাসী নিজস্ব প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা চৌধুরী ইফতেখার রায়হান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিক ক্ষয়ক্ষতির মূল্যায়ন প্রায় ৩০ লাখ টাকার।
ক্ষতিগ্রস্ত আফরোজা বেগম বলেন, তিনি ১৩ বছর আগে গাইবান্ধা থেকে স্বামী ও সন্তানদের নিয়ে এখানে স্থায়ী হয়েছেন। সোমবার সকালে কাজে যাওয়ার পর হঠাৎ খবর পান, তার কক্ষে আগুন লেগেছে। দ্রুত ফিরে এসে দেখেন, ঘরে থাকা সবকিছু পুড়ে গেছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ক্ষতিগ্রস্তদের জন্য শীতবস্ত্র ও শুকনো খাবারের ব্যবস্থা করা হবে। এছাড়া যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদান করা হবে।
বিজ্ঞাপন
এই আগুনের ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হলেও ফায়ার সার্ভিসের তৎপরতার কারণে বড় ধরনের মানবিক ক্ষতি এড়ানো গেছে। তবে এ ঘটনায় পুরো এলাকা প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদি সহায়তার প্রয়োজন হবে।








