শেরপুরে রোজা রেখে খালেদা জিয়ার আরোগ্য কামনায় যুবদলের দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বগুড়ার শেরপুরে রোজা রেখে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (০১ ডিসেম্বর) সন্ধায় শেরপুর পৌরশহরের খেজুরতলা এলাকাস্থ বিএনপির দলীয় কার্যালয়ে শেরপুর উপজেলা যুবদলের আয়োজনে এ দোয়া মাহফিল হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
বিজ্ঞাপন
আয়োজকরা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সারাদেশের মানুষ উদ্বিগ্ন। তাই তাঁর সুস্থতা কামনায় এই দোয়া আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া মাসুদ, জেলা যুবদলের সদস্য সুমন শিহাব, যুবদল নেতা লেলিন সরকার, ইফতেখার তুহিন, লিটন, রাসেল, আল আমিন হোসেন রুদ্র, সাইদুজ্জামান সজীব, শাহাদাত হোসেন, খায়রুল ইসলাম, তারিকুল ইসলাম মানু, নান্নু, এরশাদ হোসেন, রকি, রাব্বি, আলামিন, শরিফুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতা-কর্মীরা।
বিজ্ঞাপন
মোনাজাতে খালেদা জিয়ার আরোগ্য, দেশ-জাতির শান্তি ও কল্যাণ কামনা করা হয়। পরে আয়োজকরা ইয়াতিম ও দুস্থদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।








