মাটি শুধু সম্পদ নয় মানব অস্তিত্বের মূলভিত্তি: গাকৃবি উপাচার্য

বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৫ উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মৃত্তিকা-পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেছেন, মাটি কেবল সম্পদ নয় আমাদের অস্তিত্ব রক্ষার চিরন্তন আশ্রয়।
বিজ্ঞাপন
শুক্রবার (৫ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে এক বাণীতে তিনি নগর মাটির অবনতিশীল স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, এ বছরের প্রতিপাদ্য ‘সুস্থ নগরের জন্য সুস্থ মাটি’ শুধু একটি স্লোগান নয়, বরং নগর জীবনের বাস্তব উপাদান। দ্রুত নগরায়ন, কংক্রিটের অতিরিক্ত ব্যবহার ও নিয়ন্ত্রণহীন শিল্পায়নে শহরের মাটি আজ মারাত্মকভাবে চাপের মুখে। বৈজ্ঞানিক গবেষণার অভিজ্ঞতা তুলে ধরে উপাচার্য জানান, কংক্রিটের স্তর মাটির ওপরের বায়ু–পানি চলাচল বাধাগ্রস্ত করে, ফলে মাটির উপকারী ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ও বিভিন্ন কীট-পতঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে। এতে মাটির প্রাকৃতিক উর্বরতা ভেঙে পড়ছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, শিল্পকারখানার সীসা, ক্যাডমিয়াম, আর্সেনিকসহ বিভিন্ন ভারী ধাতব দূষণ মাটির পুষ্টি চক্র বিকল করে দিচ্ছে। অন্যদিকে জৈব-বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থা ও অতিরিক্ত রাসায়নিক ব্যবহারে মাটির অম্লতা বৃদ্ধি পাচ্ছে, পানি ধারণক্ষমতা কমছে এবং মাটি শক্ত ও প্রাণহীন হয়ে পড়ছে।
সমাধান বিষয়ে আশাবাদ ব্যক্ত করে উপাচার্য জানান, পারমিয়েবল পেভমেন্ট, সবুজ ছাদ, কমিউনিটি কম্পোস্টিং, শহুরে বৃক্ষরোপণ ও ফাইটো-রেমিডিয়েশন এসব উদ্যোগ গ্রহণ করলে নগর মাটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে পারে।
তিনি বলেন, মাটি হলো একটি জীবন্ত বাস্তুতন্ত্র। তাকে যত্ন দিতে পারলেই শহরও হবে আরও সবুজ ও বাসযোগ্য।
বিজ্ঞাপন
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা তুলে ধরে তিনি জানান, নগর মৃত্তিকার স্বাস্থ্য পুনরুদ্ধারে গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং নীতি সহায়তায় প্রতিষ্ঠানটি দেশের অগ্রণী ভূমিকা পালন করছে।
আরও পড়ুন: টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১
দিনটির তাৎপর্য উল্লেখ করে তিনি বলেন, মাটিকে শুধু জমি নয় দায়িত্ব হিসেবে দেখার এখনই সময়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, প্রতি বছর ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব মৃত্তিকা দিবস।








