Logo

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ছাত্র-যুব সমাবেশ

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
৬ ডিসেম্বর, ২০২৫, ১৪:০০
47Shares
কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ছাত্র-যুব সমাবেশ
ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত বিশাল ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘কোনো ষড়যন্ত্রই ছাত্র-যুবকদের অগ্রযাত্রাকে থামাতে পারবে না।’

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বিগত আন্দোলনে জীবন দেওয়া শহীদদের স্মরণ করে তাদের জন্য দোয়া করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য বারবার হুমকির মুখে পড়েছে, কিন্তু ন্যায় ও সত্যের পথে ছাত্রশিবির কখনো মাথা নত করেনি।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী শাসনের পতনের পরও সহিংসতা, পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা এবং দুর্নীতির ঘটনা ঘটেছে।’

বিজ্ঞাপন

সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘সময় বদলেছে, মানুষ এখন রাজনীতির গুণগত পরিবর্তন চায়। কাপাসিয়ার মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইউবী আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত একজন যোগ্য নেতা উল্লেখ করে তিনি বলেন, যুবকরা মুসা (আ.)-এর মতোই ইসলামের পক্ষে শক্ত ভূমিকা পালন করবে।

সভাপতি বলেন, ‘ফ্যাসিবাদীরা আমাদের অনেক ভাইকে গুম ও খুন করেছে; তবু আমাদের অগ্রযাত্রা থামানো যায়নি। যারা আমাদের নিষিদ্ধ করেছিল, আজ তারা নেই। আল্লাহ ছাড়া আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করি না।’

বিজ্ঞাপন

নারীদের ইসলামে সর্বোচ্চ মর্যাদার কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হলে নারীদের অধিকার ও সুযোগ বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

সমাবেশে বিশেষ বক্তা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ বলেন, শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে নিজেদের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু দেশের দুর্নীতি এখনো শেষ হয়নি।

তিনি দুর্নীতিবাজদের ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভোটের মূল্য দিতে হবে। জনপ্রতিনিধিদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, কেউ যাতে চাঁদাবাজি ও অনাচারে জড়িত না হয়, তার নিশ্চয়তা দিতে হবে।

বিজ্ঞাপন

গাজীপুর-৪ কাপাসিয়া আসনে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী সালাউদ্দিন আইউবী তার বক্তব্যে প্রতিপক্ষ বিএনপিকে ইঙ্গিত করে বলেন, ধানের শীষের সময় শেষ, এখন দাড়িপাল্লার বাংলাদেশ। তোরণ ভেঙে দিতে পারেন, কিন্তু মানুষের হৃদয় থেকে দাড়িপাল্লা মুছে ফেলতে পারবেন না।

তিনি সকল ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচনে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

সমাবেশে আরও বক্তব্য দেন গাজীপুর জেলা জামায়াতের আমির ড. মো. জাহাঙ্গীর আলম, নায়েবে আমির মাওলানা শেফাউল হক, ইসলামী আন্দোলন কাপাসিয়ার সভাপতি মাওলানা কাজিম উদ্দিন, মনোহরদী উপজেলা জামায়াতের আমির মাওলানা সানাউল্লাহ, ইসলামী আন্দোলন কাপাসিয়ার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি রেজাউল ইসলাম এবং গাজীপুর জেলা ছাত্রশিবির সভাপতি ইয়াসিন আরাফাতসহ অন্যান্য নেতারা।

আয়োজকরা জানান, ছাত্র ও যুব সমাজকে নৈতিক, আদর্শিক ও সামাজিক উন্নয়নের পথে উদ্বুদ্ধ করতেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক শিক্ষার্থী, তরুণ ও তরুণী, কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতারা।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD