জামায়াত নেতাকে কোপাল ছাত্রলীগ কর্মী

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক স্থানীয় রাজনৈতিক কর্মীর ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী পৌরসভার গোয়ালপাড়া এলাকায় এ হামলার পর আহত ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়। আহত আপেল মাহমুদ (৩৫) স্থানীয়ভাবে পরিচিত একজন শ্রমিক সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়— বাড়ি ফেরার সময় তাকে লক্ষ্য করে চাইনিজ কুড়াল দিয়ে আকস্মিকভাবে আঘাত করা হয়।
বিজ্ঞাপন
ঘটনার সঙ্গে জড়িত হিসেবে অভিযুক্ত হয়েছেন একই এলাকার হাসান মিয়া, তিনি অতীতে নিষিদ্ধ ঘোষণা করা ছাত্রলীগের কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে স্থানীয়রা জানান। হামলার পরপরই তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান।
আহত আপেল মাহমুদকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের ভাষ্য, তার শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে রক্তের দাগসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গাইবান্ধায় গণপিটুনিতে তিনজনের মৃত্যু
পলাশবাড়ী থানার ওসি প্রশান্ত কুমার জানান, লিখিত অভিযোগ এখনও জমা না পড়লেও পুলিশ নিজ উদ্যোগে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত বলে মনে করছেন স্থানীয়রা। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।








