চুয়াডাঙ্গার দুটি আসনের ১১ প্রার্থীই বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে উল্লেখযোগ্য কোনো ত্রুটি না পাওয়ায় সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন।
বিজ্ঞাপন
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ এই দুটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র ১১ জন প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র আইন ও বিধি অনুযায়ী পরীক্ষা করা হয়। কাগজপত্রে কোনো ধরনের গুরুতর অসংগতি, অসম্পূর্ণতা কিংবা আইনগত প্রতিবন্ধকতা না থাকায় সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়।
যাচাই-বাছাই কার্যক্রম চলাকালে প্রার্থীদের প্রতিনিধি, আইনজীবী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। সব প্রার্থীর কাগজপত্র সঠিক থাকায় তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।








