Logo

চুয়াডাঙ্গায় ৮৪০ বোতল ইসকাফ উদ্ধার, আটাক ২

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
২১ জানুয়ারি, ২০২৬, ১৫:০৬
চুয়াডাঙ্গায় ৮৪০ বোতল ইসকাফ উদ্ধার, আটাক ২
ছবি প্রতিনিধি।

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা থেকে ৮৪০ বোতল নেশাজাতীয় ইসকাফ সিরাপসহ দুজনকে আটক করেছে ডিবি পুলিশ। তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (২১ জানুয়ারি) ভোরে দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, রাজবাড়ী জেলার লক্ষ্মীকোল গ্রামের মৃত জব্বার মন্দিরের ছেলে সাইদুল সর্দার (৩৯) ও একই গ্রামের কেয়াম উদ্দীন মল্লিকের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।

বিজ্ঞাপন

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে দামুড়হুদার নাটুদাহ-জগন্নাথপুর সড়কে অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারের গতিরোধ করার চেষ্টা করা হলে কারটি পুলিশের গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে দুটি ওই কারটিকে আটক করা হয়। তল্লাশী চালিয়ে ৮৪০ বোতল ইসকাফ সিরাপ জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধারকৃত ইসকাফ সিরাপটি মাদক হিসেবে ব্যবহৃত হয় এবং এটি ফেনসিডিলের বিকল্প হিসেবে বাজারজাত করা হয়।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জামাল আল নাসের বলেন, ফেনসিডিল ও ইসকাফের জেনেরিক নাম একই হওয়ায় এটি মাদক ব্যবসায়ীরা বিকল্প হিসেবে ব্যবহার করে থাকে। ভারতের ভিন্ন কোম্পানী ভিন্ন নামে কৌশলে এই মাদকটি সরবরাহ করছে। এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD