Logo

পীরগাছায় টিএমএসএসের স্বাস্থ্য-শিক্ষা ও সেবা কার্যক্রম উদ্বোধন

profile picture
উপজেলা প্রতিনিধি
রংপুর
২১ জানুয়ারি, ২০২৬, ১৫:২৫
পীরগাছায় টিএমএসএসের স্বাস্থ্য-শিক্ষা ও সেবা কার্যক্রম উদ্বোধন
ছবি: প্রতিনিধি

রংপুরের পীরগাছা উপজেলায় মাত্র ১০ টাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং সাশ্রয়ী মূল্যে ওষুধ বিক্রির কার্যক্রম চালু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে পীরগাছা উপজেলা টিএমএসএস কার্যালয়ে প্রাথমিক স্বাস্থ্য-শিক্ষা ও সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন পীরগাছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শ্রী কৌশিক ভুট্টাচার্য। তিনি বলেন, “স্বল্প খরচে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এমন স্বাস্থ্যসেবা উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটি এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিজ্ঞাপন

পীরগাছা উপজেলা টিএমএসএস শাখা প্রধান সনৎ কুমার অধিকারীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিডি (পিএইচই অ্যান্ড এসপি) সাজ্জাদ হোসেন, অপারেশন-৪ রংপুর ডোমেইনের সহকারী পরিচালক মোহাম্মদ শাহীন মিয়া, রংপুর জোন প্রধান মো. ময়নুল হক প্রধান, দামুর চাকলা রিজিয়ন প্রধান রফিক আজির এবং জয়পুরহাট জোনের (আরএইচও) রেজওয়ানুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক ডা. মোহাম্মদ আলী, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী রফিকুল ইসলাম, দামুর চাকলা শাখা প্রধান শাহ জালাল এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আসমিতা শিলা।

টিএমএসএসের এই কর্মসূচির আওতায় প্রাথমিক স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ক শিক্ষা, মা ও শিশু স্বাস্থ্যসেবা, প্রসূতি ও প্রবীণদের চিকিৎসা, নিরাপদ সন্তান প্রসবে উদ্বুদ্ধকরণসহ নানা কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি হতদরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা এবং স্বল্পমূল্যে বিভিন্ন রোগ নির্ণয় পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এই সেবার আওতায় ৩০০ টাকার একটি সেবা কার্ড গ্রহণ করে মাত্র ১০ টাকা ফি প্রদান করলেই সাধারণ মানুষ এসব চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়া জটিল ও কঠিন রোগের ক্ষেত্রে এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা, স্বল্পমূল্যে অপারেশনসহ উন্নত চিকিৎসাসেবা প্রদানের আশ্বাস দেওয়া হয়।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে টিএমএসএসের প্রাথমিক স্বাস্থ্য-শিক্ষা ও সেবা কার্যক্রমের শাখা কার্যালয়ের উদ্বোধন করেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD