Logo

দৈনিক জনবাণীর সংবাদ প্রকাশের পর জলঢাকায় স্বস্তি, নিয়ন্ত্রণে এসেছে যানজট

profile picture
উপজেলা প্রতিনিধি
নীলফামারী
২১ জানুয়ারি, ২০২৬, ১৪:৩১
দৈনিক জনবাণীর সংবাদ প্রকাশের পর জলঢাকায় স্বস্তি, নিয়ন্ত্রণে এসেছে যানজট
ছবি: প্রতিনিধি

দৈনিক জনবাণী পত্রিকায় গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত সংবাদের পর জলঢাকা শহরের চিত্রে এসেছে দৃশ্যমান পরিবর্তন। পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ হস্তক্ষেপে দীর্ঘদিনের যানজট, অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতা থেকে মুক্তি পেয়ে স্বস্তি ফিরেছে জনজীবনে।

বিজ্ঞাপন

সোমবার রাত থেকে সেনাবাহিনীর তৎপরতায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো যানজটমুক্ত করা হয়। অটোরিকশা, ভ্যান, সিএনজি ও এলপিজিচালিত যানবাহনগুলো আর এলোমেলোভাবে সড়কের ওপর দাঁড়িয়ে থাকতে পারছে না। সংশ্লিষ্টদের নির্দিষ্ট স্ট্যান্ডে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়, যা কার্যকরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

একই সঙ্গে জোরদার করা হয় পরিচ্ছন্নতা কার্যক্রম। ফলে শহরের বিভিন্ন স্থানে আর ময়লা-আবর্জনার স্তূপ দেখা যাচ্ছে না। ফুটপাত ও সড়ক পরিষ্কার থাকায় পথচারীদের চলাচল সহজ ও নিরাপদ হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা বলছেন, “এমন জলঢাকা আমরা বহুদিন দেখিনি। মনে হচ্ছে এক নতুন শহরে বাস করছি।” ব্যবসায়ীরাও সন্তোষ প্রকাশ করে জানান, যানজট নিরসনের ফলে ক্রেতা-সাধারণের যাতায়াত বেড়েছে এবং ব্যবসায়িক পরিবেশের উন্নতি হয়েছে।

সচেতন মহলের দাবি, এই শৃঙ্খলা যেন সাময়িক না হয়ে স্থায়ী হয়। নিয়মিত নজরদারি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে জলঢাকাকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

হঠাৎ এই পরিবর্তনে জলঢাকার মানুষের মধ্যে ফিরে এসেছে স্বস্তি ও আশার আলো—এ যেন সত্যিই এক নতুন জলঢাকা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD