রানীশংকৈলে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় শীতার্ত ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ক্লাব ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। তীব্র শীতের মধ্যে এই মানবিক উদ্যোগে উপকৃত হন নিম্ন আয়ের মানুষজন।
বিজ্ঞাপন
আয়োজকরা জানান, শীত একদিকে উৎসবের আনন্দ নিয়ে এলেও অন্যদিকে এটি অসহায় মানুষের জন্য কঠিন এক পরীক্ষা। বিশেষ করে উত্তরবঙ্গের নিম্ন আয়ের মানুষদের জন্য হাড়কাঁপানো শীত দুর্বিষহ হয়ে ওঠে। সেই কষ্ট কিছুটা লাঘব করতে এবং উষ্ণতা ও ভালোবাসার পরশ পৌঁছে দিতেই এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে রানীশংকৈল উপজেলার সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাসসহ এলাকার স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা এমন মানবিক কার্যক্রমের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।








