নিউজিল্যান্ড দলে ফিরলেন জেমিসন


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৩


নিউজিল্যান্ড দলে ফিরলেন জেমিসন
কাইল জেমিসন

চোটের পর একটু আড়ালেই ছিলেন  কাইল জেমিসন। থমক যাওয়া ক্যারিয়ারে নতুন গতি দেওয়ার সুযোগ অবশেষে এলো তার সামনে। সব ঠিকঠাক থাকলে ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন নিউজিল্যান্ডের এই পেসার। 


সংযুক্ত আরব আমিরাত ও ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের নিউজিল্যান্ড দলে স্থান পেলেন জেমিসন। পিঠের অস্ত্রোপচারের পর এই দুই সফর দিয়েই মাঠে ফিরছেন ২৮ বছর বয়সী পেসার। জেমসিন সবশেষ নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন গেল বছরের জুনে ইংলিশদের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি সবশেষ খেলেছেন সেই ২০২১ সালের মার্চে। 


আরও পড়ুন: লিটন দাসের কাছে পাত্তা পেলেন না কোহলি-রুট


ওই সময় ইংল্যান্ড সফরে চোট পেয়ে ৬ মাসের বেশি সময় মাঠের বাইরে থাকেন তিনি। পরে গেল জানুয়ারিতে ঘরোয়া ক্রিকেট থেকে ফেরেন ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার পেসার। 


আরও পড়ুন: অনুশীলনে যে বার্তা দিলেন মাহমুদউল্লাহ


তবে সীমিত ওভারের ঘরোয়া আসরে পাঁচটি ম্যাচ খেলে ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পর আবার ছিটক পড়েন বাইরে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে তাকে নেওয়া হলেও শেষ পর্যন্ত খেলতে পারেননি। বরং অস্ত্রোপচার করাতে হয় পিঠে। অবশেষে লম্বা পুনবার্সন প্রক্রিয়া শেষে তিনি ফিরতে পারলেন।


জেবি/এসবি