চার্লি চ্যাপলিন কন্যা অভিনেত্রী জোসেফিন মারা গেছেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:২৫ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৩
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিশ্ববিখ্যাত কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিনের কন্যা জোসেফিন চ্যাপলিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। গেল ১৩ জুলাই তিনি প্যারিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকায় প্রকাশিত এক খবরে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: ‘বার্বি’ আসলে আমাদের ইমোশনের একটা জায়গা: ভাবনা
১৯৪৯ সালের ২৮ মার্চ মাসে জন্মগ্রহণ করেছিলেন জোসেফিন। তিনি চার্লি চ্যাপলিন এবং তার স্ত্রী উনা ও নীলের তৃতীয় সন্তান ছিলেন। তারা মোট ৮ ভাই বোন ছিলেন। পিয়ের পাওলো পাসোলিনির ‘দ্য ক্যান্টারবারি টেলস’, রিচার্ড বালদুচ্চির ‘লু দিওর দে ফুভা’র মতো কালজয়ী সিনেমায় কাজ করেছেন জোসিফিন।
আরও পড়ুন: অভিনেত্রী তানিয়া ডেঙ্গু আক্রান্ত
১৯৫২ সালে তাঁর বাবা চার্লি চ্যাপলিনের কাছেই অভিনয়ের হাতেখড়ি। চ্যাপলিনের সিনেমা ‘লাইমলাইট’-এ ছোটবেলায় প্রথম অভিনয় জোসেফিনের। তবে খ্যাতি অর্জন করেন ক্রাইম থ্রিলার ‘শ্যাডোম্যান’ সিনেমায় অভিনয় করে। মৃত্যুকালে জোসেফিন তার তিন পুত্র সন্তান- চার্লি, আর্থার, জুলিয়েন ও রনেটসহ অনেক গুণগ্রাহী রেখে যান।
জেবি/এসবি