আমান-এনাকে নিয়ে শামীম আহসানের আড়ি


Janobani

সাইফুল বারী

প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩


আমান-এনাকে নিয়ে শামীম আহসানের আড়ি
গান চিত্রের দৃশ্য

ইউটিউব চ্যানেল ইনডেক্স মাল্টিমিডিয়ার ব্যানারে অবমুক্ত হয়েছে তরুণ নির্মাতা শামীম আহসানের পরিচালনায় মিউজিক ভিডিও আড়ি।


সি কে দে চয়ন এর কথায় স্নিগ্ধা রিতা রায়ের সুরে আড়ি গানটিতে কন্ঠ দিয়েছেন ম্যাজিক বাউলিয়ানা ২০১৬ এর জনপ্রিয় গায়ক আমিতো ভালা না ভালা লইয়া থাইকো খ্যাত কামরুজ্জামান রাব্বি। সংগীত করেছেন রাজ হৃদয়।


চমৎকার এই হৃদয় স্পর্শী গানটিকে ভিত্তি করে অসাধারণ একটি গল্পে ভিডিও নির্মান করেছেন সময়ের জনপ্রিয় নির্মাতা শামীম আহসান। যেখানে অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা,এনা রহমান এবং সাকিব শিকদার।


আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ফেরদৌস-তারিন-হৃদিসহ ৮ শিল্পী


গানটি প্রসঙ্গে গানটির গীতিকার সি কে দে চয়ন বলেন,আসলে ভালো লাগা থেকেই গান লিখা।আড়ি গানটি হঠাৎ করেই লিখে ফেলা।আড়ি তো বিভিন্ন মানুষের সাথেই হতে পারে তবে আমি গানটিতে বুঝানোর চেষ্টা করেছি যখন ভালবাসার মানুষ সম্পর্কের মূল্যায়ন করতে পারেনা তখন আড়ি থেকে একটা সম্পর্কের শেষ পরিনতি  কতটা দূরত্ব সৃষ্টি করতে পারে।


আরও পড়ুন: যে কারণে ছেলের জন্মদিনে যাননি, জানালেন রাজ


শামীম আহসান বলেন,মিউজিক ভিডিওর ক্ষেত্রে গানটির কথা যখন সুন্দর হয় তখন একজন নির্মাতা ভালো গল্প জন্ম দিতে পারেন।আড়ি গানটির কথা ও সুর এতো সুন্দর যে গানটি শুনেই মাথায় গল্প চলে আসে।ভিডিওটি খুব যত্ন করে নির্মান করেছি আশাকরি গানটি শুনে এবং দেখে সবার হৃদয় ছুঁয়ে যাবে।


ইনডেক্স মাল্টিমিডিয়ার ব্যানারে ১৭ ই আগস্ট গানটি অবমুক্ত করা হয়েছে বলে জানা গেছে।


জেবি/এসবি