দ. আফ্রিকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ১৮


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩


দ. আফ্রিকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ১৮
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ১৮ জনের প্রাণহানি হয়েছে।


শুক্রবার (১ সেপ্টেম্বর)  দেশটির লিম্পোপো প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।


স্থানীয় গণমাধ্যম জানায়,  নিহত ব্যক্তিরা ব্যাংকের জন্য নগদ অর্থ বহনকারী সাঁজোয়া ভ্যান ছিনতাইকারী চক্রের সদস্য ছিল।


আরও পড়ুন: মধ‍্যযুগীয় বর্বরতা, বিবাহিত তরুণীকে বিবস্ত্র করে ঘোরানো হল গ্রাম !


পুলিশ জানায়, জাতীয় পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার এবং অভিজাত হকস ইউনিটের প্রধানসহ তাদের শীর্ষ কর্মকর্তারা লিম্পোপো প্রদেশের মাখাদো পৌরসভায় বন্দুকযুদ্ধের ঘটনাস্থলে যাচ্ছিলেন। তবে ঘটনার বিস্তারিত কোনও বিবরণ পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি।


আরও পড়ুন: সব ভারতীয়রাই হিন্দু, দাবি আরএসএস প্রধান মোহন ভাগবতের


প্রসঙ্গত, দুদিন আগেই দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের একটি ভবনে অগ্নিকাণ্ডে ৭৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দেশটিতে তীব্র ক্ষোভ প্রকাশ করছে নাগরিকরা। সূত্র: রয়টার্স, আল জাজিরা, এপি, স্কাই নিউজ


জেবি/এসবি