মোদীর প্রশংসায় পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি এক বাণিজ্যিক সম্মেলনে দেশীয় গাড়ি ব্যবহার প্রসঙ্গে মোদীর প্রশংসা করেন তিনি। বলেন, ‘মোদী খুব বুদ্ধিমান।’
পুতিন বলেন, ‘মোদীর সঙ্গে আমাদের খুব ভালো রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তিনি খুবই জ্ঞানী মানুষ। তার নেতৃত্বে ভারত অনেক উন্নয়ন করছে। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ভারত। ভারত ও রাশিয়া উভয়ের জন্যই অনুকূল বিষয় এটা।’
অর্থনৈতিক সুরক্ষা এবং সাইবার অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে ভারত ও রাশিয়ার পারস্পরিক সহযোগিতার কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট।
আরও পড়ুন: জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
এর আগে গেল মাসেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা শোনা গিয়েছিল। ইস্টার্ন ইকোনমিক ফোরামের মঞ্চ থেকে ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের প্রশংসা করেছিলেন পুতিন।
আরও পড়ুন: বন্যায় বিপর্যস্ত সিকিম: নিখোঁজ শতাধিক, মৃত ১০
গাড়ি তৈরি খাত নিয়ে আলোচনার সময় ভারতের প্রশংসা শোনা যায় রাশিয়ার প্রেসিডেন্টর গলায়। সূত্র: আরটি, এনডিটিভি, ইন্ডিয়া টুডে, বিজনেস টুডে
জেবি/এসবি