সংযুক্ত আরব আমিরাত

রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩


রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা
ফইল ছবি

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র মাহে রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। আর মাত্র ৯০ দিন পর সংযুক্ত আরব আমিরাতে রমজান শুরু হবে বলে জানিয়েছে দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি)। 


মঙ্গলবার (১২ ডিসেম্বর) দেশটির গণমাধ্যম খালিজ টাইমস-এর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়


ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র মাস রমজান। এই মাসে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখেন।


আরও পড়ুন: পাকিস্তানে থানায় আত্মঘাতী হামলায় নিহত ২৩


আইএসিএডি’র ওয়েবসাইট থেকে জানা যায়, হিজরি ক্যালেন্ডার অনুসারে দেশটিতে ২০২৪ সালের ১২ মার্চ থেকে রমজান শুরু হবে। তবে প্রকৃত তারিখ অন্য সব মাসের মতো  চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তবে জ্যোতির্বিজ্ঞানীরা গণনা করে সম্ভাব্য সঠিক তারিখের পূর্বাভাস দিয়ে থাকেন।


খালিজ টাইমসের দেয়া প্রতিবেদন অনুযায়ী, আরব আমিরাতে বসন্ত মাসে রমজান শুরু হওয়ায় তখন দেশটির তাপমাত্রা শীতল থাকবে। আর রমজানের ছুটির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে।


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে প্রাণ গেল ৬ জনের


প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ২০২৩ সালের তুলনায় দেশটিতে এবার রোজার সময় কমছে। এবারের রমজান মাসের প্রথম দিনে ১৩ ঘণ্টা ১৬ মিনিট রোজা রাখবেন আমিরাতের মুসলমানরা। আর মাস শেষে রোজার সময় বেড়ে দাঁড়াবে প্রায় ১৪ ঘণ্টা। গত বছর রোজার সময় ছিল ১৩ ঘণ্টা ৩৩ মিনিট থেকে ১৪ ঘণ্টা ১৬ মিনিট পর্যন্ত।


আইএসিএডি ক্যালেন্ডার অনুসারে, এবার পবিত্র রমজান মাস ২৯ দিনের হবে বলে আশা করা হচ্ছে। রোজা শেষ হবে ২০২৪ সালের এপ্রিল মাসের নয় তারিখ মঙ্গলবার। আর রোজা শেষে পালন করা হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।


এ বছরে ঈদ উপলক্ষে ছয়দিনের ছুটি পেতে যাচ্ছে দেশটির মানুষ। ইতোমধ্যেই রমজান মাসের ২৯ তারিখ থেকে শাওয়াল মাসের তিন তারিখ পর্যন্ত ঈদের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।


জেবি/এজে