আর্জেন্টিনায় ঝড়ে ক্লাবের ছাদ ধসে প্রাণ গেল ১৩ জনের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩


আর্জেন্টিনায় ঝড়ে ক্লাবের ছাদ ধসে প্রাণ গেল ১৩ জনের
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় শক্তিশালী ঝড়ে স্পোর্টস ক্লাবের ছাদ ধসে কমপক্ষে ১৩ জন মারা গেছেন।


শনিবার (১৬ ডিসেম্বর) এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক টাইমসের।


মেয়র কার্যালয়ের সূত্রের উদ্ধৃতি দিয়ে পৌরসভার এক বিবৃতিতে বলা হয়, দুর্ভাগ্যবশত জরুরি পরিষেবা বাহাইনিজ ডেল নর্তে ক্লাবের ছাদ ধসের ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে।


আরও পড়ুন: কুয়েতের নতুন আমির মিশাল আল-আহমাদ


জরুরি সংস্থার লোকজন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। কারণ লোকজন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে। এদিন প্রবল বৃষ্টি ও তীব্র ঝড়ে ক্লাবটির ছাদ ধসে পড়ার সময়ে সেখানে স্কেটিং প্রতিযোগিতা চলছিল।


আরও পড়ুন: কুয়েতের আমির আর নেই


উল্লেখ্য, দেশটির ওই শহরটিতে ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি বেগে বয়ে যাওয়া বাতাস রেকর্ড করা হয়। শক্তিশালী এ ঝড়ের কারণে শহরটির আংশিক অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। -বাসস


জেবি/এসবি