নির্বাচনে ট্রাক প্রতীকে লড়বেন মাহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩
আগামী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢালিউডের অভিনেত্রী মাহিয়া মাহি ট্রাক প্রতীক নিয়ে লড়াই করবেন।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে প্রতীক বরাদ্দের খবরটি নিশ্চিত করেছেন এই নায়িকা নিজেই।
মাহিয়া জানান, নির্বাচনে অংশগ্রহণের জন্য ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন তিনি। নায়িকা বলেন, “আমার মার্কা ট্রাক। ইনশাআল্লাহ জিতেই ঘরে ফিরব।”
নির্বাচনের প্রচার-প্রচারণায় সোমবার থেকেই নেমে পড়বেন প্রার্থীরা। এদিন সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন। প্রতীক নেওয়ার পর থেকেই ভোটের মাঠে পুরোদমে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তবে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।
আরও পড়ুন: আমি কখনও নেশায় আসক্ত ছিলাম না: শ্রুতি হাসান
এর আগে রবিবার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমকর্মীদের মাহি বলেন, “নির্বাচনের মাঠ ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ইনশাআল্লাহ নির্বাচন পর্যন্ত যদি বেঁচে থাকি, যুদ্ধটা আমি শেষ করব। আমার নির্বাচনী প্রস্তুতি ভালো চলছে।”
আরও পড়ুন: এআই পোস্টার দিয়ে হাইপ তুলতে চান না নির্মাতা
প্রসঙ্গত, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানাবাড়ির আসনে (রাজশাহী-১) স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহিয়া মাহি। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন।
জেবি/এসবি