Logo

শাহরুখ, দেব, অনুপম সবার সাথেই ডেটিংয়ে যেতে চান মধুমিতা

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জানুয়ারী, ২০২৪, ০১:৫২
61Shares
শাহরুখ, দেব, অনুপম সবার সাথেই ডেটিংয়ে যেতে চান মধুমিতা
ছবি: সংগৃহীত

ম্প্রতি এক সাক্ষাৎকারে এমন ইচ্ছা প্রকাশ করেন তিনি

বিজ্ঞাপন

অভিনেতা দেব থেকে শুরু করে অনুপম রায়, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী অর্থাৎ তার প্রাক্তন এমনকি বলিউডের শাহরুখ খানের সাথেও ডেটে যেতে চান অভিনেত্রী মধুমিতা সরকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন ইচ্ছা প্রকাশ করেন তিনি।

২০১১ সালে স্টার জলসার এক জনপ্রিয় মেগা সিরিয়াল দিয়ে পর্দায় এসেছিল, বোঝে না সে বোঝে না। অভিনেতা যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকারের এই সিরিয়ালটি সেমময় দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। সুপারহিট ছিল পাখি অরণ্য এই জুটি। সেই ধারাবাহিক শেষ হয়েছে আজ প্রায় এক দশক আগে তবু এখনো পর্যন্ত যশ-মিতা জুটিকে মিস করেন দর্শক মহল। বর্তমানে এ দুজনেই ছোট পর্দার গণ্ডি পেরিয়ে সিনেমা এবং সিরিজে মনোনিবেশ করেছেন। সেই জুটিকে আবারও পর্দায় দেখা যাবে কি না জানালেন মধুমিতা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিনেত্রী জানান, অনেক অফার আসছে। স্ক্রিপ্ট আসছে। আমরা দেখছি, যদি ভালো লাগে, দুজনেরই স্ক্রিপ্ট পছন্দ হয় তাহলে আবার একসাথে কাজ করব।

পরিচালক, অভিনেতা সৌরভ চক্রবর্তীর সাথে অনেক অল্প বয়সেই বিয়ে হয়েছিল মধুমিতা সরকারের। কিন্তু তাদের সেই সংসার জীবন বেশিদিন টেকেনি। এখন তারা নিজেদের মতো বেশ ভালো আছেন, যার যার মতো কাজ করছেন। কিন্তু ভবিষ্যতে কি প্রাক্তনের সাথে কাজ করবেন তিনি? উত্তরে মধুমিতা বলেন, ওকে ফোন করুন। ওই ভালো বলতে পারবে এটা। কারণ সে পরিচালক, সে গল্প ভাববে চরিত্রে ভাববে, আর সেখানে আমাকে মানাবে কি না সেটা আগে ভাবুক। তারপর আমার কাছে গল্প এলে আমি পড়ব এবং ভাববো তারপর দেখি কি করা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন একটি বিশেষ প্রশ্ন উত্তর পর্বে এই অভিনেতা বলেন, তিনি অভিনেতা দেব থেকে শুরু করে অনুপম রায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী অর্থাৎ তার প্রাক্তন এমনকি বলিউডের শাহরুখ খানের সাথেও ডেটে যেতে চান। তবে সেটা কেবলই ঘোরার উদ্দেশ্য এবং একে অপরকে চেনা জানার জন্য। 

একই সাথে মধুমিতা আরও বলেন, তিনি বর্তমানে সিঙ্গেল আছেন। এবং ডাবল হওয়ার জন্য প্রস্তুত। তিনি এই সাক্ষাৎকারে মাধ্যমে খোলাখুলি জানান যদি কারও তাকে ভালো লাগে তারা যেন এসে তাকে জানান। তিনি সম্পর্কে জড়াতে চান।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD