কালো ব্রালেটে উষ্ণতা ছড়ালেন মধুমিতা সরকার

কখনো বিকিনি আবার কখনো স্কার্টে দেখা মেলে এ অভিনেত্রীর
বিজ্ঞাপন
টলিউড অভিনেত্রী মধুমিতা সরকারের খোলামেলা পোশাক পরাতে জুড়ি মেলা ভার। প্রথমে টিভি সিরিয়াল দিয়ে পর্দায় অভিষেক ঘটলেও এখন নাটক-সিনেমা উভয় জায়গাতেই সমানতালে অভিনয় করে যাচ্ছেন তিনি।
বিশেষ করে এই নায়িকা খোলামেলা পোশাকে ভক্ত-সমর্থকদের হৃদয়েও ঝড় তোলে প্রতিনিয়ত। সোশ্যাল মাধ্যমেও প্রকাশ করেন নিজের উষ্ণতম একের পর এক ছবি। কখনো শাড়ি, কখনো বিকিনি আবার কখনো স্কার্টে দেখা মেলে এ অভিনেত্রীর।
বিজ্ঞাপন
আরও পড়ুন: এ বছর ভেবেছি সিগারেট খাব না: স্বস্তিকা
বিজ্ঞাপন
সম্প্রতি কালো ব্রালেটে নিজের সাহসী কিছু ছবি প্রকাশ করেছেন মধুমিতা সরকার। খোলা কেশে, নজরকাড়া চাহনিতে ভক্ত-সমর্থকদের হৃদয়েও যেন ঝড় তুলেছেন এ অভিনেত্রী। এ নায়িকার পায়ের ট্যাটু স্পষ্ট দেখাগেছে ছবিতে।
আর যা দেখে ভক্ত-সমর্থকরাও একের পর এক মন্তব্যে ভাসিয়েছেন। আবার কেউ প্রশ্ন তুলেছেন, শীত করছে না? কারো বা মন্তব্য- সময়ের সাথে সাথে নিজেকে আরও খোলামেলাভাবেই হাজির করছেন মধুমিতা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রসঙ্গত, মধুমিতা সরকার ২০১১ সালে স্টার জলসার জনপ্রিয় মেগাসিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’র মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর থেকে একাধিক সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।
এমএল/