Logo

অভিনেত্রী ফারিয়াকে নিয়ে দুঃসংবাদ দিলেন তার মা

profile picture
জনবাণী ডেস্ক
১২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:৩০
158Shares
অভিনেত্রী ফারিয়াকে নিয়ে দুঃসংবাদ দিলেন তার মা
ছবি: সংগৃহীত

নতুন বছরে কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি

বিজ্ঞাপন

নুসরাত ফারিয়া ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। প্রায় দুই বছর হতে গেল বাগদান পর্ব সেরেছেন এই নায়িকা। কিন্তু এখনও বিয়ের পর্ব সম্পন্ন করেননি। এর মাঝেই দেখতে দেখতে চলে গেছে ২০২৩ সালও। নতুন বছরে কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।

নুসরাত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

বিজ্ঞাপন

একদিন পর কিছুটা সুস্থ হলে বাসায় ফেরেন এই অভিনেত্রী। তবে চিকিৎসা নিতে দেশের বাইরে যেতে পারে সে। গণমাধ্যমকে এমন কথা জানিয়েছেন ফারিয়ার মা।

বিজ্ঞাপন

তিনি বলেন, ফারিয়া শারীরিকভাবে অনেক দুর্বল। খাওয়া দাওয়ায় খুবই অনিয়ম করে ও। এই অনিয়মের কারণে শারীরিক দুর্বলতাটা অনেক বেড়েছে। কিছুদিন হল গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিয়েছে। ফারিয়া আরেকটু সুস্থ হলে হয়তো থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা নিবে। তাকে যারা পছন্দ করেন, তাদের সবার উদ্দেশে বলতে চাই, ফারিয়ার জন্য আপনারা দোয়া করবেন।

বিজ্ঞাপন

এ সময় এই নায়িকার শারীরিক দুর্বলতার কারণ জানিয়ে তার মা আরও বলেন, কয়েক মাস ধরে ফারিয়ার অনেক মাথাব্যথা তীব্র হয়েছে। ইদানীং একটু বেশিই ব্যথা হচ্ছে। খুব কষ্ট পাচ্ছে ও। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে তা সহ্যের সীমা অতিক্রম করে যায়। মাথাব্যথার কারণে ভালো ঘুমাতেও পারে না। আগে তো মাথাব্যথার কারণে টুকটাক ওষুধ খেত, এখন আর সেসবে কাজও করছে না।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেন তিনি। এর সবগুলোই যৌথ প্রযোজনার সিনেমা। একক বাংলাদেশী প্রযোজনায় তার অভিনীত সিনেমা হলো ‘শাহেনশাহ’। এ সিনেমাতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। এ ছাড়া বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন এই নায়িকা। বর্তমানে সিনেমার পাশাপাশি গানেও বেশ সময় দিচ্ছেন নুসরাত ফারিয়া।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD