Logo

চট্টগ্রামকে হটিয়ে তৃতীয় স্থান দখল করল ফরচুন বরিশাল

profile picture
জনবাণী ডেস্ক
১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:১৫
74Shares
চট্টগ্রামকে হটিয়ে তৃতীয় স্থান দখল করল ফরচুন বরিশাল
ছবি: সংগৃহীত

নবম ম্যাচে ঢাকাকে ২৭ রানে পরাজিত করেছে তারা

বিজ্ঞাপন

বিপিএলে এবারের আসরে দুর্দান্ত ভাবে শুরু করেছিল ফরচুন বরিশাল। তবে হ্যাট্রট্রিক পরাজয়ের পর কিছুটা ছন্দ হারিয়েছিল তামিম-রিয়াদরা। কিন্তু আবারো আসরে ঘুরে দাঁড়িয়েছে তামিমের দল। নয় ম্যাচের পাঁচটির জয়ে ১০ পয়েন্ট নিয়ে চট্টগ্রামকে সরিয়ে টেবিলের তৃতীয় স্থান দখল করেছে বরিশাল। নবম ম্যাচে ঢাকাকে ২৭ রানে পরাজিত করেছে তারা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় বরিশালের অধিনায়ক। ব্যাটিংয়ে নেমেই দুর্দান্ত ঢাকাকে ১৮৭ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেয় বরিশাল। জবাবে ঢাকা ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৫৯ রান তুলতে সক্ষম। ফলে ২৭ রানের জয় পায় বরিশাল। এতে ঢাকা দশম ম্যাচ খেলে নয়টিতেই পরাজয়ের স্বাদ বরণ করল।

বিজ্ঞাপন

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় দুর্দান্ত ঢাকা। ৪ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন ওপেনার নাঈম শেখ। ২ বলে মাত্র ৪ রান করে ড্রেসিংরুমে ফেরেন আরেক ওপেনার অ্যাডাম রোসিংটন। এদিন ব্যাট হাতে ভালো করতে পারেননি সাইফ হাসানও। ৪ বলে ২ রান করে আউট হন ডান হাতি এই ব্যাটার।

বিজ্ঞাপন

সেন উইলিয়ামসকে সাথে নিয়ে রান তুলতে থাকেন ব্যাটার অ্যালেক্স রোস। তবে নিজের ইনিংস বড় করতে পারেনি উইলিয়ামস। ১৫ বলে মাত্র ১২ রান করে আউট হন তিনি। ৯ বল খেলে ৬ রান করে তাকে সঙ্গ দেন এসএম মেহরোব।  মোসাদ্দেক হোসেন করেন ১০ বলে মাত্র ৮ রান।

বিজ্ঞাপন

৩ বলে ৬ রান করে আশা যাওয়ার মিছিলে যোগ দেন ব্যাটার আলাউদ্দিন বাবুও। কিন্তু এক প্রান্ত আগলে রেখে ৩৬ বলে অর্ধশতক পূর্ণ করেন রোস। তাকে সঙ্গ দেন ওপেনার তাসকিন আহমেদ। ১২ বলে মাত্র ১০ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তাসকিন আহামেদ।

বিজ্ঞাপন

ইনিংসের শেষ ওভারে দুর্দান্ত ঢাকার জয়ের জন্য প্রয়োজন ছিল ৫১ রান। তাই আগেই ম্যাচটি হেরে গিয়েছিল রাজধানীর দল দুর্দান্ত ঢাকা। তবে শেষ ছয় বলে ২৩ রান তোলেন ব্যাটার রোস। এতে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৫৯ রান তুলতে পারে তাসকিনের দল। এতে ২৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বরিশাল। ৪৯ বলে ৮৯ রানের অপরাজিত দারুণ ইনিংস খেলেন অ্যালেক্স রোস।

বিজ্ঞাপন

এদিন বরিশালের হয়ে সাইফউদ্দিন ও খালেদ আহমেদ তিনটি করে উইকেট তুলে নেন। এ ছাড়াও কেশব মহারাজ ও ওবেদ ম্যাকয় একটি করে উইকেটের দেখা পান।

বিজ্ঞাপন

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২২ বল খেলে ২৪ রান করে বরিশালের ওপেনার আহমেদ শেহজাদ ফিরে গেলে, ব্যাট চালাতে থাকেন লোকালবয় ওপেনার তামিম ইকবাল। ৪৫ বলে ৭১ রানের অনবদ্য এক ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার ২৩ বলে ২৮ রান করেন ব্যাটার সৌম্য সরকার। শেষ পর্যন্ত পাকিস্তানি শোয়েব মালিকের ৯ বলে ১০ রান এবং সাইফউদ্দিনের ৬ বলে ২৩ রানের ক্যামিও ইনিংসে ভর করে ১৮৬ রানের বড় সংগ্রহ পায় বরিশাল দল।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD