নাভালনির মৃত্যুতে স্ত্রী ইউলিয়ার আবেগঘন পোস্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৪
সম্প্রতি কারাগারে মৃত্যুবরণ করেন পুতিন বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি। এর দু’দিন পর তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রথম আবেগঘন পোস্ট দিলেন স্ত্রী ইউলিয়া নাভালনায়া।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে দেওয়া ওই পোস্টে ইউলিয়া লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’
আরও পড়ুন: রাশিয়ার কারাবন্দী বিরোধী নেতা নাভালনি মারা গেছেন
পোস্টে নিজেদের একটি ছবি দিয়েছেন করেছেন ইউলিয়া। তাতে দেখা গেছে, তারা কোনও প্রদর্শনী উপভোগ করছেন। পরস্পরের মাথার স্পর্শ করে আছে।
আরও পড়ুন: পাকিস্তানে সিইসি ও প্রধান বিচারপতির পদত্যাগ দাবি
উল্লেখ, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি কারাগারে বন্দি ছিলেন ৪৭ বছর বয়সী নাভালনি। ৩০ বছরের কারাদণ্ডের সাজা ভোগ করছিলেন তিনি। গত শুক্রবার ওই কারাগারেই তার মৃত্যু হয়।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন নাভালনি। সূত্র: রয়টার্স
জেবি/এসবি