বিপিএলের ফাইনালের টিকিটের দাম জানাল বিসিবি

৪৬ ম্যাচের বিপিএলের ম্যাচ হয়েছে ৪০টি। ম্যাচ বাকি আছে আরও ৬টি।
বিজ্ঞাপন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে সবার আগে ফাইনালে উন্নিত গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গত ১৯ জানুয়ারি ঢাকা থেকে ৭ দল নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল. তা পুনরায় ঢাকায় এসে শেষ গন্তব্যে পৌঁছেছে। ৪৬ ম্যাচের বিপিএলের ম্যাচ হয়েছে ৪০টি। ম্যাচ বাকি আছে আরও ৬টি।
বিজ্ঞাপন
প্রথম পর্বের শেষ দুটি ম্যাচ শুক্রবার (২৩ ফেব্রুয়ায়রি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে। এর পর দুটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ম্যাচ। ফাইনাল ১ মার্চ।
বিজ্ঞাপন
শেষ ৬ ম্যাচের জন্য স্টেডিয়ামের গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করেছে আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের দাম বাড়েনি। আগের দামেই পাওয়া যাবে টিকিট। সর্বনিম্ন ২০০ টাকায় মিলবে ইস্টার্ন গ্যালারির টিকিট। স্বশরীরে ও অনলাইনে দু'ভাবেই টিকিট কেনা যাবে। অনলাইনে টিকিট কেনা যাচ্ছে ২১ ফেব্রুয়ারি থেকে। ম্যাচ ডে’র আগের দিন সেই টিকিট সংগ্রহ করা যাবে স্টেডিয়ামের পাশের নির্দিষ্ট বুথ থেকে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সরাসরি টিকিট ক্রয় করা যাবে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বিক্রি হবে টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ১ হাজার ৫০০ টাকায়। এছাড়া, ক্লাব হাউজ ৮০০ টাকায় এবং নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৪০০ টাকায়।
জেবি/এসবি
বিজ্ঞাপন








