নিশামের ঝড়ে বড় সংগ্রহ রংপুর রাইডার্সের


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৪


নিশামের ঝড়ে বড় সংগ্রহ রংপুর রাইডার্সের
ছবি: সংগৃহীত

বিপিএলের  আসর জুড়েই রান পেয়েছে রংপুর রাইডার্সের টপ অর্ডার ব্যাটার। তবে কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এসে পরাস্ত হয়েছেন রনি তালুকদার-সাকিব আল হাসানরা। তবে এক প্রান্ত আগলে রেখে আরও একবার দলকে টেনে তুললেন কিউই তারকা জিমি নিশাম। তার ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেয়েছে রংপুর রাইডার্স।


সোমবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৫ রান সংগ্রহ করেছে রংপুর রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৯৭ রান করেছেন জিমি নিশাম।


আরও পড়ুন: প্রধান কোচ হাথুরুর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি!


আজ ব্যাটিং অর্ডারে প্রমোশন দেওয়া হয়েছিল শামিম হোসেনকে পাটোয়ারিকে। ইনিংস ওপেন করতে নেমে ডাক মেরেছেন এই তরুণ ব্যাটার। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফিরেছেন শামিম। 


তবে সুবিধা করতে পারেননি অন্য ওপেনার রনি তালুকদারও। ১১ বলে ১৩ রান করেছেন এই ব্যাটার। দ্রুত দুই ওপেনার ফেরার পর ভিন্ন পথে হাঁটতে পারেননি ব্যাটার সাকিব আল হাসান। তিনে ব্যাট করতে নেমে ৯ বল খেলে মাত্র ৫ রান করতে পেরেছেন এই অভিজ্ঞ ব্যাটার।


আরও পড়ুন: ফাইনালে ওঠার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে সাকিব-সোহানরা


দলীয় ২৭ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে রংপুর যখন ধুঁকছিল তখন দলের হাল ধরেন জিমি নিশাম। চতুর্থ উইকেটে শেখ মেহেদিকে সাথে নিয়ে ৩৯ রানের জুটি গড়েন জিমি নিশাম। ২২ রান করে মেহেদি ফেরার পর ভেঙে যায় সেই জুটি। 


এবারের আসরে প্রথম খেলতে নেমে ভালোই শুরু করেছিলেন তারকা ক্রিকেটার নিকোলাস পুরাণ। তবে ইনিংস বড় করতে পারেননি তিনিও। এই ক্যারিবিয়ান হার্ডহিটারের ব্যাট থেকে ৯ বলে যোগ হয়েছে ১৪ রান। আর শেষদিকে ২৪ বলে ৩০ রানের ইনিংসে নিশামকে সঙ্গ দিয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান।


এদিন কিউই তারকা নিশাম তার বিপিএল সেরা ইনিংস খেলেছেন। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও অবশ্য ব্যাক্তিগত মাইলফলক স্পর্শ করতে পারেননি বল না থাকার কারণে। শেষ পর্যন্ত ৪৯ বলে ৯৭ রান করে অপরাজিত ছিলেন এই হার্ডহিটার ব্যাটার।


এমএল/