ভারি বৃষ্টিপাতে কুড়িগ্রাম শহরে জলাবদ্ধতা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:৩৮ অপরাহ্ন, ৯ই জুন ২০২৪

কুড়িগ্রামে ভারি বৃষ্টিপাতে জেলা প্রশাসকের কার্যালয়সহ শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় জানান, শনিবার (৮ জুন) দিবাগত রাত ২টার পর থেকে টানা তিন ঘণ্টা ধরে ভারি বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৬১ মিলিমিটার।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার
এদিকে ভারি বৃষ্টির কারণে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়,ফায়ার সার্ভিস অফিস,রৌমারীপাড়া,মোল্লাপাড়া,টাপু ভেলাকোপা,চর হরিকেশসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। অফিস-আদালতে চলাচলকারী মানুষ পড়েছে ভোগান্তিতে।
আরও পড়ুন: কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
কুড়িগ্রামের ক্রীড়া সংগঠক আব্দুল মতিন জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার রাস্তা ও অফিসের সামনে হাঁটু পানি জমে আছে। রিকশাও চলছে না।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান,জলাবদ্ধতা নিরসনের জন্য পৌরসভা উদ্যোগ নিয়েছে। স্বল্পতম সময়ে এই সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

সুইপার শুন্য থাকায় কুড়িগ্রামের ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল যেন নিজেই রোগী

দেবীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

কুড়িগ্রামে চাঁদার টাকা না পেয়ে বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ

সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশে বিএসএফের প্রবেশ, বিজিবির প্রতিবাদ
