Logo

ভারি বৃষ্টিপাতে কুড়িগ্রাম শহরে জলাবদ্ধতা

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুন, ২০২৪, ০৭:০৮
65Shares
ভারি বৃষ্টিপাতে কুড়িগ্রাম শহরে জলাবদ্ধতা
ছবি: সংগৃহীত

জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার রাস্তা ও অফিসের সামনে হাঁটু পানি জমে আছে। রিকশাও চলছে না।

বিজ্ঞাপন

কুড়িগ্রামে ভারি বৃষ্টিপাতে জেলা প্রশাসকের কার্যালয়সহ শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় জানান, শনিবার (৮ জুন) দিবাগত রাত ২টার পর থেকে টানা তিন ঘণ্টা ধরে ভারি বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৬১ মিলিমিটার। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে ভারি বৃষ্টির কারণে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়,ফায়ার সার্ভিস অফিস,রৌমারীপাড়া,মোল্লাপাড়া,টাপু ভেলাকোপা,চর হরিকেশসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। অফিস-আদালতে চলাচলকারী মানুষ পড়েছে ভোগান্তিতে। 

বিজ্ঞাপন


কুড়িগ্রামের ক্রীড়া সংগঠক আব্দুল মতিন জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার রাস্তা ও অফিসের সামনে হাঁটু পানি জমে আছে। রিকশাও চলছে না। 

বিজ্ঞাপন

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান,জলাবদ্ধতা নিরসনের জন্য পৌরসভা উদ্যোগ নিয়েছে। স্বল্পতম সময়ে এই সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়।

জেবি/এসবি 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD