সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল আর নেই
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৪
না ফেরার দেশে পাড়ি জমালেন কণ্ঠশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১টা ৫৩ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন: বলিউডের যে তারকারা ব্যবহার করেন না সোশ্যাল মিডিয়া
শিল্পীর ভাই মহিবুর রেজা জুয়েল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে হাসান আবিদুর রেজা জুয়েলের জানাজা হবে।
আরও পড়ুন: র্যাম্পে নজরকাড়া সোনাক্ষী, জানালেন বিয়ে নিয়ে
গেল ২৩ জুলাই রাতে বাসায় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় সংগীতশিল্পী জুয়েলের। অবস্থার অবনতি হলে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন। আজ তার মৃত্যু হয়।
১৯৮৬ সালে ঢাকায় আসেন কণ্ঠশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। এসেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন।
১৯৯২ সালে জুয়েলের প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। তার ১০টির বেশি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। এরমধ্যে ‘এক বিকেলে’ অ্যালবামটি শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
জেবি/এসবি