চুয়াডাঙ্গায় সংখ্যালঘুদের প্রতিবাদ মিছিল সমাবেশ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৪

সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে সনাতন ধর্মালম্বীরা।
রবিবার (১১ আগষ্ট) বিকেলে শহরের বড়বাজার দূর্গা মন্দির থেকে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের শহীদ হাসান চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশে রুপ নেয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় জমি দখল ও বাড়িতে হামলার বিরুদ্ধে অভিযোগ দায়ের
সেখানে বক্তার বলেন, সম্প্রতি দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগকে কাজে লাগিয়ে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন চালানো হয়। সহিংসতা চালানো হয় সনাতনীদের ওপর। কিন্তু কেউ কোন দায় নিচ্ছে না। নিরাপত্তাও দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এমন পরিস্থিতিতে চরম দুশ্চিন্তায় দিন পার করতে হচ্ছে।
তারা আরও বলেন, অন্যান্য জায়গার তুলনায় চুয়াডাঙ্গা অনেক শান্তিপূর্ণ ছিল। এখনও সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এজন্য তারা অন্যান্য দলগুলো এবং সাধারন মানুষকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
বক্তব্য রাখেন, হেমন্ত কুমার সিংহ রায়, কিশোর কুমার আগরওয়ালা, বাবুলাল দুবে, বিউটি রানী কুন্ডু, জয়ন্ত কুমার সিংহ রায়, হীরালাল দুবে প্রমুখ।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

চুয়াডাঙ্গায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ভেড়ামারায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

চুয়াডাঙ্গায় ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল: প্রকাশ্যে টাকা গুনলেন ক্যাশিয়ার উজ্জ্বল বড়ুয়া

ভেড়ামারায় গভীর রাতে সন্ত্রাসী তাণ্ডব: বসতবাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও বোমা হামলা
