সামনে অনেক কিছু দেখানোর বাকি আছে: তানজিন তিশা

দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বললেন, “আমার দর্শকদের ভালোবাসার জন্যই সংগ্রামটা করেছি।”
বিজ্ঞাপন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ২০১৪ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘ইউটার্ন’ নাটক দিয়ে শুরু হয় তিশার অভিনয়। এখন টেলিভিশন নাটক ও ওটিটির প্রতিষ্ঠিত অভিনেত্রীদের একজন তানজিন তিশা। তবে তার এই পথটা অতটা সহজ ছিল না। সম্প্রতি সংবাদমাধ্যম কে এমনটিই জানালেন তিনি।
তানজিন তিশা মনে করেন, গোঁড়া থেকে অপরদের মত কাজ শিখে আসা শিল্পী নন তিনি। অনেকে থিয়েটার থেকেও অভিনয়ের হাতেখড়ি হয়, কিন্তু এমন কোনো অভিজ্ঞতা ছিল না তিশার; অভিনয়ে দুর্বলতা ছিল। ফলে ডিমোটিভেশনের মুখেও পড়তে হয়েছে তাকে। তিনি বললেন, “অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে।” দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বললেন, “আমার দর্শকদের ভালোবাসার জন্যই সংগ্রামটা করেছি।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: হঠাৎ কটাক্ষের শিকার নুসরাত জাহান
বিজ্ঞাপন
গত ১০ বছর ধরে সবসময় নিজের সেরাটাই দিয়েছেন বলেও দাবি তার। তার ভাষ্য, নারীপ্রধান গল্পগুলোকে সবসময় প্রাধান্য দিয়ে এসেছেন তিনি। অভিনেত্রীর পছন্দও নারীপ্রধান চরিত্র। সামনে এমন কিছু নিয়েই পরিকল্পনা তিশার।
অভিনয়ে কাউকে অনুসরণও করেন না তিশা। এমনকি কাউকে আদর্শও মানেন না তিনি। তার কথায়, “কোনো শিল্পীর ভালো দিক থাকলে সেটা আয়ত্ত করার চেষ্টা করি। কাউকে অনুসরণ করিনি, নিজের মত করে উপস্থাপন করি।”
বিজ্ঞাপন
আগামী কাজের পরিকল্পনা নিয়ে তানজিন তিশা বললেন, “সামনে কিছু কাজ আছে, এখনই বলছি না। কিছু কাজের পরিকল্পনা আছে। অনেক কিছু করার আছে, অনেক কিছু দেখানোর বাকি আছে।”
বিজ্ঞাপন
জেবি/এসবি