Logo

আবারও বিয়ের জন্য যেমন পাত্র খুঁজছেন নুসরাত ফারিয়া

profile picture
জনবাণী ডেস্ক
২২ ডিসেম্বর, ২০২৪, ০৬:১৮
75Shares
আবারও বিয়ের জন্য যেমন পাত্র খুঁজছেন নুসরাত ফারিয়া
ছবি: সংগৃহীত

এরপর থেকেই তিনি সিঙ্গেল জীবনযাপন করছেন

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রে নায়িকা নুসরাত ফারিয়া। দেশের পাশাপাশি কাজ করেন কলকাতাতেও। অভিনয় ও গান দুটিই সমান তালে চলে তার।

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ২০২০ সালের মার্চ মাসে পারিবারিকভাবে বাগদান সেরেছিলেন। প্রায় ১০ বছর প্রেমের পর রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটিবদল করেন এই অভিনেত্রী। কিন্তু বছরখানেক পরই অভিনেত্রী জানান, রনির সঙ্গে তার বিয়েটা আর হচ্ছে না। তাদের সম্পর্কে ভাঁটা পড়েছে। এরপর থেকেই তিনি সিঙ্গেল জীবনযাপন করছেন। গত দুই বছরেও নতুন কোনো সম্পর্কে জড়াননি নুসরাত।

বিজ্ঞাপন

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যেখানে রনির সঙ্গে বিচ্ছেদের কারণ পরিষ্কার করেছেন ফারিয়া।

বিজ্ঞাপন

ফারিয়া বলেন, দীর্ঘ ১০ বছর ধরে প্রেম করেছি। তবে শেষদিকে ভালোবাসা ও শ্রদ্ধা ছিল না তাদের সম্পর্কে। দুজনের কেউই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করিনি। আমি ভালো আছি। তিনি নতুন জীবন শুরু করেছেন। এখন সুন্দর পরিবার আছে।

বিজ্ঞাপন

বর্তমানে নিজেকে সিঙ্গেল দাবি করে এই অভিনেত্রী বলেন, গত দুই বছর ধরে আমি সিঙ্গেল। সময়টা দারুণ কাটছে। একা অনেক ভালো আছি। ভালোবেসে বিয়ে করব। এখন কাজ ও জীবন নিয়ে ভাবছি।

বিজ্ঞাপন

বিয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন জানতে চাইলে নুসরাত বলেন, সামনে নতুন যে আসবে তাকে অবশ্যই আমার থেকে শিক্ষিত হতে হবে। স্মার্ট ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হতে হবে। ব্যক্তিত্ব থাকাটা খুবই জরুরি বিষয়। তাকে নারীদের সম্মান করতে জানতে হবে। কিছু বলার আগেই আমার চোখের ইশারায় সব কিছু বুঝে নেবে। এমনই একজন মানুষ চাই আমার জীবনে।

বিজ্ঞাপন

নতুন সম্পর্কে খুব বেশি সময় নেবেন না নুসরাত ফারিয়া। মনের মতো কাউকে পেলে দ্রুত বিয়ের কার্য সম্পন্ন করে ফেলবেন তিনি।

বিজ্ঞাপন

ফারিয়া বলেন, এবার প্রেমে জড়ালে বেশি সময় নেব না। অল্প কিছুদিন প্রেম করেই বিয়ের পিঁড়িতে বসতে চাচ্ছি। সেটা মিডিয়া কিংবা বাইরে যেখানেই হোক সবার আগে তাকে ভালো মানুষ হতে হবে।

নুসরাত ফারিয়াকে সবশেষ দেখা গেছে ‘আবারও বিবাহ অভিযান’ চলচ্চিত্রে। টলিউডের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমা। এছাড়াও সুড়ঙ্গ সিনেমায় আইটেম গানে নাচতে দেখা যায় তাকে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয়।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD