ফুলবাড়িতে ফেন্সিডিল সহ আটক ২
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৫

কুড়িগ্রামের ফুলবাড়িতে ভারতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
আরও পড়ুন: ফুলবাড়িয়া ডিগ্রী কলেজে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই/আব্দুর রকিব এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টায় উপজেলার পানি মাছ কুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ৫০ (পঞ্চাশ) বোতল ভারতীয় ফেন্সিডিল ও অটো রিক্সাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় আলমগীর হোসেন নামের এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
পুলিশ তাকে ধাওয়া করে আটাক করতে পারিনি। আটককৃত মাদক ব্যবসায়ীরা কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার রামেশ্বর শর্মা এলাকার মৃত ছমত উল্ল্যাহর ছেলে বকিয়ত উল্ল্যাহ (৪৫) এবং কুড়িগ্রাম সদর উপজেলার হযরত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।
আরও পড়ুন: ফুলবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে (২৬ ফেব্রুয়ারি) তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এসডি/