পাকিস্তান সিরিজ নিয়ে আমরা প্রস্তুত: কোচ সালাউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ১১ই মে ২০২৫

বাংলাদেশ ও পাকিস্তানের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই চলতি মাসেই ওয়ানডে সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুই দলই রাজি হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ খেলতে। চলতি মাসে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।
তবে সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতিতে এই সিরিজ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে শনিবার (১০ মে) বিকেল থেকে ভারত-পাকিস্তানের উত্তেজনার অবসান হয়েছে। ফলে সিরিজ নিয়ে নতুন করে আশাবাদী বিসিবি।
আরও পড়ুন: লিটন দাসকে অভিনন্দন জানিয়ে যা বললেন শান্ত
এই সিরিজ নিয়ে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানালেন তারা প্রস্তুত। রবিবার (১১ মে) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন বলেন, ‘দেখুন—এটা তো আমাদের উপর না, বোর্ড সিদ্ধান্ত নেবে। দুইটা বোর্ড মিলেই সিদ্ধান্ত নেবে সিরিজটা হবে কী হবে না। আমরা জাস্ট আমাদের প্রস্তুতি নিচ্ছি। যেহেতু আমাদের সামনে এশিয়া কাপ আছে, বিশ্বকাপ আছে সেটার উপর ভিত্তি করে আমাদের অনুশীলনটা হচ্ছে।’
তিন বলেন, ‘এটাও আমাদের নির্দিষ্ট একটা সিরিজ ছিল এখানে আমরা কী করতে পারি—কোন জায়গাগুলো আমাদের উন্নতি করতে হবে। কিন্তু সিরিজের ব্যাপারে আমরা তো প্রস্তুত আছি, বাকিটা বোর্ড জানে। তারা সিদ্ধান্ত নেবে সিরিজ হবে কী হবে না।’
আরও পড়ুন: পিএসএল খেলতে দেশ ছাড়ার আগে যা বললেন নাহিদ রানা
শেষ কয়েকদিনের অনুশীলন নিয়ে সালাউদ্দিন বলেন, ‘বেসিক্যালি আমরা তো খুব বেশি সময় পাই ছেলেদের স্কিল উন্নতি করার মতো। একের পর এক এতো সিরিজ থাকে—একটা থেকে একটা ট্রান্সফার করার মতো কিংবা আমাদের স্কিলের উন্নতি করার মতো সময় থাকে না। এবার হয়ত একটু সময় পেয়েছি—স্কিলের উন্নতি করার জন্য কিছু ট্রেনিং সেশন রাখা হয়েছে। ওদের ফিটনেসের ব্যাপারেও আমরা অনেক জোর দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের যে প্রোগ্রামটা হয়েছে সেটা তাদের ফিটনেস লেভেলটা উন্নতি করতে এবং স্কিলের উন্নতি করার জন্য। বিশেষ করে টি-টোয়েন্টিতে আমাদের কিছু শটস লাগবে, যেগুলো হয়ত আমরা এপ্লাই করতে পারি না। অনুশীলনের কারণে সময় পাই না। যে ধরনের উইকেটে আমরা খেলব ওই উইকেটে কী ধরনের শটস খেলা দরকার ওইগুলোর উপর জোর দিয়েছি।’
এমএল/