আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭১


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৪৩ এএম, ২০শে আগস্ট ২০২৫


আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭১
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭১ জনের। নিহতদের মধ্যে অন্তত ১৭ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক রয়েছে।


মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় হেরাতের গুজারা শহরে যাত্রীবাহী একটি বাস ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি।


আরও পড়ুন: গাজা সীমান্তে বিপুল পরিমাণে সেনা মোতায়েন মিসরের


হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাঈদি জানান, বাসটি ইরান থেকে কাবুলের দিকে যাচ্ছিল। যাত্রীরা সবাই আফগান নাগরিক ছিলেন, যারা ইরানে শরণার্থী হিসেবে বসবাস করছিলেন এবং সরকারের নির্দেশে দেশে ফিরছিলেন। অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতাই দুর্ঘটনার মূল কারণ বলে জানান তিনি।


সাঈদি আরও জানান, প্রথমে বাসটির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। কিছুক্ষণ পর বাসটি একটি জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা দিলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রী প্রাণ হারান। নিহতদের মধ্যে ট্রাকচালক, তার সহকারী ও মোটরসাইকেলের দুই যাত্রী ছাড়া বাকি ৬৭ জনই ছিলেন বাসের যাত্রী। এ দুর্ঘটনা থেকে মাত্র তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।


আরও পড়ুন: শান্তি চুক্তির আওতায় ইউক্রেনে কোনো সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র


উল্লেখ্য, আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। দুর্বল অবকাঠামো, পাহাড়ি সড়ক ও চালকদের বেপরোয়া আচরণের কারণে প্রায়ই এ ধরনের বড় দুর্ঘটনায় বহু প্রাণহানি ঘটে। গত ডিসেম্বরে দেশটিতে একটি জ্বালানি ট্যাংকার ট্রাক ও বাসের সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছিলেন।


এএস