ইউক্রেনে মার্কিন সেনা পাঠানো হবে না: ট্রাম্প


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৫৬ এএম, ২০শে আগস্ট ২০২৫


ইউক্রেনে মার্কিন সেনা পাঠানো হবে না: ট্রাম্প
ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করতে কিংবা দেশটির নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র সেনা পাঠাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইউক্রেন ইস্যুতে সামরিকভাবে সরাসরি সম্পৃক্ত হবে না।


আরও পড়ুন: আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭১


ট্রাম্প বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় ফ্রান্স, জার্মানি বা যুক্তরাজ্য সেনা পাঠাতে চাইতে পারে, তবে যুক্তরাষ্ট্র এ পথে যাবে না। “এতে কোনো সমস্যা হবে না বলেই আমি মনে করি,” যোগ করেন তিনি।


সাংবাদিকদের প্রশ্নে সরাসরি উত্তরে ট্রাম্প বলেন, “না, যুক্তরাষ্ট্র সেনা পাঠাবে না। প্রেসিডেন্ট হিসেবে আমি আপনাদের সেই নিশ্চয়তা দিচ্ছি। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে মানুষ হত্যাকাণ্ড বন্ধ করা।”


আরও পড়ুন: গাজা সীমান্তে বিপুল পরিমাণে সেনা মোতায়েন মিসরের


এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আলোচনায় আরও নমনীয় হওয়ার পরামর্শ দেন ট্রাম্প। তিনি জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির সম্ভাব্য এক ত্রিপক্ষীয় বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। 


তিনি বলেন, “আমি সোমবার (১৮ আগস্ট) পুতিনের সঙ্গে কথা বলেছি এবং আশা করি তার আচরণ ইতিবাচক হবে। যদি তা না হয়, তবে পরিস্থিতি জটিল হয়ে উঠবে।”


আরও পড়ুন: শান্তি চুক্তির আওতায় ইউক্রেনে কোনো সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র


ট্রাম্প আরও বলেন, “আমি আশা করি জেলেনস্কি আলোচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। যদিও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠা কঠিন, তবুও সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদের হাতেই।”


এএস