পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যা, প্রাণহানি ১৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:০৭ পিএম, ২৮শে আগস্ট ২০২৫

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন ৬ লাখেরও বেশি মানুষ। সুতলেজ, রাভি ও চেনাব নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
গুজরানওয়ালার জেলা কমিশনার জানিয়েছেন, নিহতদের মধ্যে শিয়ালকোটে ৫ জন, গুজরাটে ৪ জন, নারোয়ালে ৩ জন, হাফিজাবাদে ২ জন এবং গুজরানওয়ালায় ১ জন।
আরও পড়ুন: বিশ্বের প্রথম এইডস টিকা তৈরি করছে রাশিয়া
পাকিস্তান দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের (পিডিএমএ) তথ্য অনুযায়ী, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদেশের ১৭টি জেলা। এর মধ্যে শিয়ালকোট, নারোয়াল, হাফিজাবাদ, সারগোধা, লাহোর, কাসুর, ওকারা ও ফয়সালাবাদের অবস্থা সবচেয়ে সংকটজনক।
সরকারি হিসাবে, এ পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেড় লাখের বেশি মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে এবং লাখ লাখ গবাদি পশুকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৭ সন্ত্রাসী
এদিকে চলতি মৌসুমের বর্ষাজনিত দুর্যোগে পাকিস্তানে এ পর্যন্ত বজ্রপাত, হড়পা বান ও ঘরবাড়ি ধসে প্রাণ হারিয়েছেন অন্তত ৮০৭ জন।
আরএক্স/