Logo

সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের পথে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৫, ১৭:১৭
21Shares
সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের পথে সরকার
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে সরিয়ে রাজধানীর সাত সরকারি কলেজকে একত্রে নিয়ে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

নতুন প্রতিষ্ঠানের নাম হবে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’—মঙ্গলবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় জানায়, সাত কলেজের শিক্ষার্থীরা যাতে সময়মতো পরীক্ষা দিতে পারে, দ্রুত ফল পায় এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালিত হয়—এই লক্ষ্যেই নতুন বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের ভর্তি, রেজিস্ট্রেশন ও পাঠদানের জন্য একটি অন্তর্বর্তীকালীন অপারেশন ম্যানুয়েল অনুমোদন করা হয়েছে।

বিজ্ঞাপন

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ওই শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ করে ২৩ নভেম্বর থেকেই ক্লাস শুরু হবে।

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়ায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ইতোমধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫-এর খসড়া শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। গত ২৪ সেপ্টেম্বর সেই খসড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হলে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুধীজনসহ বিভিন্ন পক্ষ থেকে ৫ হাজারেরও বেশি মতামত জমা পড়ে। প্রতিটি মতামত আইনগত কাঠামো ও বাস্তব প্রয়োগের দিক বিবেচনায় পর্যালোচনা করা হচ্ছে। খসড়া অধ্যাদেশ সংশোধন ও চূড়ান্তকরণের কাজও শুরু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগলেও শিক্ষার্থীদের পড়াশোনায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মন্ত্রণালয়। সেই উদ্দেশ্যে একজন অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ দিয়ে শিক্ষার কার্যক্রম ও প্রশাসনিক দিক পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়ের মতে, সাত কলেজকে একীভূত করে নতুন বিশ্ববিদ্যালয় গঠন দেশের উচ্চশিক্ষায় কাঠামোগত পরিবর্তনের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

মন্ত্রণালয় আশাবাদী, সকল অংশীজনের মতামত বিবেচনায় নিয়ে এমন একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে, যা ভবিষ্যতে উচ্চশিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে গুজব বা অপপ্রচার ছড়িয়ে বিভ্রান্তি তৈরি না করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD