Logo

নতুন ছবির শুটিংয়ে আলিয়া

profile picture
জনবাণী ডেস্ক
৭ অক্টোবর, ২০২৩, ২৩:২৯
65Shares
নতুন ছবির শুটিংয়ে আলিয়া
ছবি: সংগৃহীত

রাহার জন্মের পর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র তুম ক্যায়া মিলে গানের শুটিং করেছিলেন।

বিজ্ঞাপন

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র পর আবারও করণ জোহরের সঙ্গে সিনেমায় কাজ করতে চলেছেন আলিয়া ভাট। যদিও এই সিনেমার পরিচালক ভাসান বালা, তবে প্রযোজনা করছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, অন্তঃসত্ত্বা অবস্থায় অ্যাকশন ছবির শুটিং করেছিলেন আলিয়া। রাহার জন্মের পর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র তুম ক্যায়া মিলে গানের শুটিং করেছিলেন। কিন্তু পূর্ণদৈর্ঘ্যের ছবির শুটিং এই প্রথম। বৃহস্পতিবার থেকে ‘জিগরা’র শুটিং শুরু করলেন আলিয়া ভাট।

বিজ্ঞাপন

‘জিগরা’ প্রযোজনা করছেন ধর্মা প্রোডাকশন। যৌথ প্রযোজক আলিয়া স্বয়ং। সিনেমার সেট থেকে প্রথম দিনের বেশ কিছু ঝলক শেয়ার করেন আলিয়া। প্রথম ছবিতে ভ্যানিটি ভ্যানের দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছেন নায়িকা। অপর সিনেমায় মেকআপের ফাঁকে হালকা মেজাজে পাওয়া গেল অভিনেত্রীকে। প্রথম দিন বোনের ছবির সেটে হাজির ছিলেন শাহিন ভাট।

বিজ্ঞাপন

ছবির ক্যাপশনে আলিয়া লিখেছেন, “আর শুটিং শুরু হলো….আমাদের জিগরা-কে প্রাণবন্ত হয়ে উঠবার প্রথম দিন… সঙ্গে থাকুন, আমরা আমাদের হৃদয়ের টুকরোকেই হাজির করব আপনাদের সামনে। অনেক আশা রয়েছে, দারুণ একটা জার্নির অপেক্ষায়।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বক্স অফিসে আলিয়ার শেষ ছবি ছিল “রকি অউর রানি কি প্রেম কাহানি”। করণের ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের জার্নি শুরু করেছিলেন আলিয়া। ১১ বছর পর করণের সহপ্রযোজক তিনি। যদিও প্রযোজক হিসেবে আলিয়ার পথচলা শুরু হয়েছে আগেই। নায়িকার ইটারন্যাল সানসাইন প্রোডাকশনের ব্যানারে তৈরি হয়েছে নেটফ্লিক্সের ছবি ‘ডার্লিংস’।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD