লায়লার ‘পিরিত হইলো মনের ক্যান্সার’

গানটি জনপ্রিয়তা পাবে এমন আশাবাদ ব্যাক্ত করে শ্রোতাদের গানটি শোনার আমন্ত্রণ ও জানিয়েছেন লায়লা।
বিজ্ঞাপন
নতুন বছরে জনপ্রিয় কণ্ঠশিল্পী লায়লার প্রথম গান প্রকাশ হয়েছে। প্রকাশিত‘পিরিত হইলো মনের ক্যান্সার’ শিরোনামের গানটির প্রশংসা করে একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে।
গানটি জনপ্রিয়তা পাবে এমন আশাবাদ ব্যাক্ত করে শ্রোতাদের গানটি শোনার আমন্ত্রণ ও জানিয়েছেন লায়লা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সুন্দর কথার এই গানটি লিখেছেন তরুণ গীতিকবি মুনসুর সানী এবং সুর করেছেন শামরাম আহমেদ মিলন।
আরও পড়ুন: জনগণের আস্থার প্রতিদান দেব: ফেরদৌস
বিজ্ঞাপন
মুন্সি জুয়েলের সঙ্গীতে গানটি ‘ভয়েজ গার্ডন’ এর ব্যানারের ইউটিউব চ্যানেলসহ অন প্লাটফর্ম এর প্রকাশিত হয়েছে।
বিজ্ঞাপন
জেবি/এসবি